
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৮ মাস আগে পরিবারের লোকেরা মহিলার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। এমনকি মহিলাকে খুনের অভিযোগে চারজন অভিযুক্তকে জেলেও পাঠানো হয়। কিন্তু, ওই ঘটনায় নয়া মোড়। আচমকা বাড়িতে ফিরে আসেন ওই মহিলা। তাঁকে দেখে হতবাক মহিলার বাবা-সহ পরিবারের লোকেরা। এই 'ভুতুড়ে' ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। তাহলে যাঁকে ওই মহিলার মৃতদের বলে শনাক্ত করা হল তিনি কে? কী হবে জেলবন্দি চার অভিযুক্তের ভবিষ্যৎ? এতদিন কোথায় ছিলেন ওই মহিলা?
মধ্যপ্রদেশের মান্দসৌর জেলায় এই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ললিতা বাই নামে পরিচিত ওই মহিলা থানায় হাজির হয়ে নিশ্চিত করেছেন যে তিনি জীবিত।
ললিতার বাবা রমেশ নানুরাম বানছাড়ার মতে, মেয়ের শারীরিক চিহ্নের ভিত্তিতে একটি বিকৃত দেহ শনাক্ত করে পরিবার। ললিতার মতোই মৃতদেহের হাতে একটি ট্যাটু এবং পায়ে একটি কালো সুতো বাঁধা ছিল। ওই মৃতদেহ যে ললিতারই তা নিশ্চিত হয়েই পরিবার শেষকৃত্য সম্পন্ন করে।
এরপর পুলিশ একটি খুনের মামলা দায়ের করে এবং ললিতাকে হত্যার দায়ে চার অভিযুক্তকে (ইমরান, শাহরুখ, সোনু এবং এজাজ) গ্রেপ্তার করে। বর্তামানে এই চারজনই জেলবন্দি।
ওই ঘটনার প্রায় ১৮ মাস আচমকা পর, ললিতা তাঁর নিজের গ্রামে ফিরে আসেন। ললিতাকে দেখেই তাঁর বাবা হতবাক হয়ে তৎক্ষণাৎ মেয়েকে থানায় নিয়ে যান এবং ঘটনা কর্তৃপক্ষকে জানান।
কোথায় ছিলেন ললিতা? তার নিখোঁজ হওয়ার কথা বলতে গিয়ে ললিতা জানান যে, তিনি শাহরুখের সঙ্গে ভানুপাড়ায় গিয়েছিলেন। সেখানে দুই দিন থাকার পর, তাঁকে শাহরুখ নামেই অন্য একজনের কাছে ৫ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছিল। ললিতার দাবি, তিনি দেড় বছর ধরে কোটায় বসবাস করেছেন। সুয়োগ পেয়েই পালিয়ে নিজের গ্রামে ফিরে এসেছেন। তিনি নিজের পরিচয় নিশ্চিত করার জন্য আধার এবং ভোটার আইডির মতো নথিও পুলিশ কর্তৃপক্ষকে দিয়েছেন।
ললিতার দু'টি সন্তানও ছিল যাঁরা মাকে জীবিত ফিরে পেয়ে খুবই আনন্দিত।
গান্ধী সাগর থানার ইনচার্জ তরুণা ভরদ্বাজ নিশ্চিত করেছেন যে ললিতা কয়েকদিন আগে থানায় এসেছিলেন এবং দাবি করেছিলেন যে, তিনি বেঁচে আছেন। প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের মাধ্যমে পুলিশ তাঁর পরিচয় যাচাই করেছে। প্রত্যেকেই নিশ্চিত করেছে যে, এই মহিলা আসলে ললিতা-ই। গান্ধী সাগর থানার পুলিশ আধিকারিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং থান্ডলা থানাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেছেন।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের